ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে কল্যাণ ফ্রন্টের প্রধান এ্যডভোকেট গৌতম চক্রবর্তী বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনের কারণে বিশেষ করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় গভীরভাবে উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এই আইনের কারণে উপমহাদেশে সংখ্যালঘুদের মধ্যে চরম এক বিশৃঙ্খলা দেখা দেবে; অসাম্প্রদায়িকতার ছন্দপতন হবে; দীর্ঘকালের সহাবস্থানের সংস্কৃতি বিনষ্ট হবে। ভারতের গণতন্ত্রকামী জনগণের পক্ষে সমর্থন ব্যক্ত করা হয়- ঐ সংবাদ সম্মেলনে।