অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে: অভিযোগ বিএনপি মহাসচিবের


বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, বাংলাদেশে কেউ ভিন্নমত পোষণ করলেই তাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

শনিবার ঢাকায় বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান মিঞার স্মরণ সভায় মির্জা ফখরুল এমন অভিযোগ করে বলেন- যে চিন্তা, চেতনা, ধারণাগুলো নিয়ে ১৯৭১ সালে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিলেন সেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। শাসকগোষ্ঠী খুব সচেতনভাবেই দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করছে বলে উল্লেখ করে তিনি বলেন, এটা খুব দুঃখ জনক যে যারা গুণী মানুষ আছেন তাদের ভিন্ন মতের কথা বলার কারণে কারাগারেও পাঠানো হচ্ছে।

বিএনপি'র মহাসচিব বলেন, দেশে আজ যারা ভিন্নমত পোষণ করতে চায়, ভিন্ন কথা বলতে চায় তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কথা বলার অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সকলকে ঐক্য বদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00



XS
SM
MD
LG