অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের গার্মেন্টস শিল্পে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব তীব্রতর হচ্ছে


যতোই দিন যাচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ খাত গার্মেন্টস শিল্পের ওপরে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক সামগ্রীর পশ্চিমা ক্রেতারা এবং ব্র্যান্ডগুলো প্রতিদিনই চলতি অর্ডার বাতিল করে দিচ্ছে।

বাংলাদেশের গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার কাছে প্রাপ্ত খবর অনুযায়ী মাত্র ৬৯টি গার্মেন্টস শিল্প-কারখানারই ৯৩ মিলিয়ন ডলার চলতি অর্ডার ইতোমধ্যে বাতিল করেছে পশ্চিমা দেশগুলোর ক্রেতারা। বিজিএমইএ আশংকা করছে আরো অর্ডার বাতিল হতে পারে।

অন্য এক হিসেবে দেখা গেছে, এ পর্যন্ত ১০ কোটি ডলারের বেশি চলতি অর্ডার বাতিল করা হয়েছে। এমত পরিস্থিতিতে বিজিএমইএ সভাপতিসহ নেতৃবৃন্দ ইউরোপসহ পশ্চিমা দুনিয়ার ক্রেতা ও ব্র্যান্ডের প্রতিনিধিদের সাথে বুধবার ঢাকায় এক রুদ্ধদ্বার বৈঠক করে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়েছে। পক্ষান্তরে পশ্চিমা ক্রেতারা জানিয়ে দিয়েছেন, তাদের বিক্রি শূন্যের কোঠায় নেমেছে।

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।

XS
SM
MD
LG