করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করতে একমত হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক ফোনালাপে তাঁরা এই ঐক্য মতে পৌঁছেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি ফোন করে শেখ হাসিনাকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানানো ছাড়াও দুই দেশের সরকারের খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন। তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন যে, তাঁর দেশ তৈরি পোশাকের ক্রয় আদেশ বাতিল করবে না এবং ভবিষ্যতেও বাংলাদেশ থেকে পোশাক আমদানি অব্যাহত রাখবে। শেখ হাসিনা স্টেফ্যানকে জানান, করোনার কারণে স্থবিরতা থাকলেও নির্দিষ্ট সময়েই আন্তর্জাতিক ক্রয়াদেশ অনুযায়ী রফতানি সম্ভব হবে। তাঁরা করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার বিষয় নিয়েও আলোচনা করেন যখন শেখ হাসিনা এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।