অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বিরোধীতায় আইওআরএ'র সদস্য হতে পারেনি মিয়ানমার


বাংলাদেশের বিরোধীতার কারণে এ বছর মিয়ানমার ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা আইওআরএ এর সদস্য হতে পারেনি।

বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৫ই নভেম্বর থেকে শুরু হওয়া ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত আইওআরএ এর ২১তম কাউন্সিল অফ সিনিয়র অফিসার্স সম্মেলনে মিয়ানমার ২২ জাতির এই সংস্থার সদস্যপদের জন্য আবেদন করেছিল।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মিয়ানমারের সদস্যপদের আবেদনের বিরোধীতা করে বলেছে- মিয়ানমারের অসহযোগিতা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের প্রতিশ্রুতি পালনের ঘাটতি রয়েছে এবং দেশটি একটি দায়িত্বশীল রাষ্ট্র হওয়ার বিষয়ে তার ইচ্ছা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। দেশটির আন্তর্জাতিক মানদণ্ড এবং বিধিগুলির প্রতি শ্রদ্ধারও অভাব রয়েছে বলে সম্মেলনে অংশ গ্রহণকারী বাংলাদেশী কর্মকর্তারা অভিযোগ করেন।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00



XS
SM
MD
LG