চলতি ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর প্রবৃদ্ধি ৭ দশমিক ২ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বৃহস্পতিবার ঢাকায় প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট অক্টোবর ২০১৯ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির জোরালো প্রবৃদ্ধি আগের বছর গুলোর মত গত জুলাই মাসে শুরু হওয়া চলতি অর্থবছরেও অব্যাহত থাকবে। তবে চলতি অর্থবছরের বাজেটে বাংলাদেশ সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে ৮ দশমিক ২ শতাংশ।
প্রতিবেদনটির প্রকাশনা অনুষ্ঠানে অর্থলগ্নি কারি আন্তর্জাতিক এই সংস্থাটির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ বার্নার্ড হ্যাভেন বলেন, রপ্তানি ও প্রবাসী আয়ে জোরালো প্রবৃদ্ধি এবং জোরালো অভ্যন্তরীণ চাহিদা ও সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বড় ধরণের বিনিয়োগের ওপর ভর করে দেশটিতে সাত শতাংশের বেশি প্রবৃদ্ধি অব্যাহত থাকবে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে এক প্রতিবেদনে এশিয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে সীমাবদ্ধ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে।