অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ বৃটিশ সরকারের


বৃটিশ সরকার এবং ব্রিটেনের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা জোরদার করার জন্য বাংলাদেশ সরকারকে তাগিদ দিয়েছে। সে মতে তাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে চিঠিও দেয়া হয়েছে।

ঢাকায় ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের উদ্বেগ এবং এ ব্যাপারে বাংলাদেশের করণীয় সম্পর্কে অবহিত করেছেন। একটি চিঠিও হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে বিমানবন্দর পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন।

বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন ভয়েস অফ আমেরিকাকে এ সম্পর্কে জানিয়েছেন। ব্রিটিশ সরকারের উদ্বেগের পর এ বিষয়ক জাতীয় নিরাপত্তা কমিটি করণীয় সম্পর্কে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী রাশেদ খান মেনন বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় বিষয় মন্ত্রীসভা বৈঠকে উত্থাপন করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG