ঢাকার একটি ব্যাংক থেকে নেয়া ৪ কোটি টাকা ঋণ আত্মসাত এবং বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন বা দুদকের মামলায় আদালত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা এবং অপর ১০ জনের বিরুদ্ধে চার্জশীট গ্রহণ এবং গ্রেফতারি পরোয়ারা জারি করেছে।
আগামী ২২ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা কার্যকর হলো কিনা তা আদালতকে জানাতে দিন ধার্য করা হয়েছে বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন। এই আইনজীবী জানান পলাতক থাকার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। অন্যের নামে ঋণ গ্রহণ করে, সেই অর্থ নিজ ব্যাংক একাউন্টে জমা করা এবং বিদেশে পাচারের অভিযোগে গত ১০ জুলাই মামলা দায়ের এবং ৯ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়। ঢাকায় প্রাপ্ত খবর অনুযায়ী, এসকে সিনহা বর্তমানে কখনো যুক্তরাষ্ট্র, কখনো কানাডা অর্থাৎ দু’দেশেই বসবাস করছেন।
বাংলাদেশের সাবেক কোন প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন মামলায় এই প্রথম গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা ঘটলো। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ২০১৭ সালে ক্ষমতাসীনদের তোপের মুখে এসকে সিনহা বিদেশে যান এবং পদত্যাগ করেন।