অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে


প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে, জুলাই মাসের তুলনায় চলতি আগস্ট মাসের প্রথমার্ধে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। ওই বিভাগ বলছে, তাদের হিসাব অনুযায়ী আগস্ট মাসের ১৭ তারিখ পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৫ জনে। আর পুরো জুলাই মাসে এ সংখ্যা ছিল ১৬ হাজার ২৫৩ জন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ডা. সানিয়া তাহমিনা বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামী সাত দিন চ্যালেঞ্জিং হবে। কারণ আবহাওয়া অনুকূলে নয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেঙ্গুর বিস্তারকে বড় সংকট হিসেবে উল্লেখ করে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি-ঘরসহ সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। তিনি রোববার নিজ কার্যালয়ে এক বৈঠকে এই পরামর্শ দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭০৬ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন একজন ডেঙ্গু রোগী মারা গেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG