অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গী তৎপরতার আশংকায় অস্ট্রেলিয় ক্রিকেট দলের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত


test cricket bd
test cricket bd

জঙ্গী তৎপরতার আশংকার কারনে অস্ট্রেলিয় ক্রিকেট দলের সোমবার নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। উচ্চমাত্রার ঝুকির আশংকাকে বাংলাদেশের তরফে ভিত্তিহীন উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের আশংকা বাস্তবে নেই। স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই অভিযোগ ভিত্তিহীন। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) প্রধান বলেছেন, সব ঠিকঠাক আছে। এদিকে, নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষনের জন্য অস্ট্রেলিয় ক্রিকেট-এর নিরাপত্তা প্রধান শন ক্যারল রোববার ঢাকায় এসে পৌছেই অস্ট্রেলিয় দূতাবাসে বিসিবি কর্মকর্তাদের সাথে বেঠক করেছেন। ওই বৈঠকের পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ক্রিকেট খেলার নিরাপত্তার জন্য বাংলাদেশ অন্যতম নিরপদ স্থান। অস্ট্রেলিয় ক্রিকেট কর্মকর্তা রোববার গোয়েন্দা সংস্থা ডিএফআই ও এনএসআই কর্মকর্তাদের সাথে এবং সোমবার স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করবেন।.... ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:44 0:00

XS
SM
MD
LG