অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ৬৫৬০২ কোটি টাকা


বাংলাদেশে গত ১০ বছরে বাণিজ্যিক ব্যাংক সমূহে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬০২ কোট টাকা।

বুধবার জাতিয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়ে বলেন, ওই সময়ে ১০ কোটি টাকার বেশি ঋণ যাদের দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে ওই পরিমান টাকা আদায় করা সম্ভবপর হয়নি।

যে ১০ বছরের খেলাপি ঋণের হিসাব অর্থমন্ত্রী দিয়েছেন, তার নয় বছরই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। অর্থমন্ত্রী যাদের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হয়নি এমন ১৯৫৬ জন খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সংসদে প্রকাশ করেন।

খেলাপি ঋণ বাংলাদেশের ব্যাংক খাতের একটি বড় সমস্যা হিসেবে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। খেলাপি ঋণের হার দুই অঙ্কের কোঠা অতিক্রম করে যাওয়ায় অর্থনৈতিক বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করে আসছেন।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG