বাংলাদেশে যে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল , অর্থাত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কপোররেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরশেন , সে নিয়েই আমাদের সংবাদদাতাদের বিস্তারিত প্রতিবেদন এবং আলোচকদের চুল চেরা বিশ্লেষণ আজকের এই আলোচনা চক্রে। এই আয়োজনে স্টুডিও তে রয়েছেন শাগুফতাহ নাসরিন কু্ইন, আহসানুল হক , এবং সেলিম হোসেন আর টেলি-সম্মিলনী লাইনে আমাদের সঙ্গে ফ্লরিডা থেকে যোগ দিয়েছেন উইসকনসিন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এমিরেটাস এবং রাজনীতি বিষয়ক বিশিষ্ট বিশ্লেষক অধ্যাপক জিল্লুর রহমান খান । তাছাড়া রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পর্ষদের চেয়ারম্যান ড নাজমুল্লাহ আহসান কলিমুল্লাহ। আলোচনাটি সংঞ্চালন করেছেন আনিস আহমেদ।
আমরা জানি যে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং এখন চলছে ভোট গণনা। ভোট চলাকালে অনিয়মের অভিযোগ এনে বিএনপি সমর্থিত প্রার্থিরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।শাগুফতাহ আমরা তো খবরে জানতে পারছি যে বিদেশী রাষ্ট্রদূতেরা ও নির্বাচনে অনিয়মে হতাশা প্রকাশ করেছেন। তবে এই অনুষ্ঠানের আলোচকরা মনে করেন যে বি এন পি কৌশলগত ভাবে ভুল করেছে নির্বাচন বর্জন করে। তবে এটা তাদের ইস্যু তৈরি করার একটা কৌশলও হতে পারে। আলোচকরা বলেন যে নির্বাচনে অনিয়ম হয়েছে , সেটা ঠিক কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থিরা তাঁদের পোলিং এজেন্টদের সরিয়ে নির্বাচন মাঝপথে বর্জন করায় ক্ষতিটা যেমন গণতন্ত্রের হয়েছে , তেমনি দলটির ও হয়েছে।