রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর এক গবেষণায় বলা হয়েছে আগামী ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের এক কোটি ৬০ লাখ থেকে দুই কোটি ৬০ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত বা অভিবাসী হতে পারে। রোববার ঢাকায় 'বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৫ : সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের এ বাস্তবতাকে সামনে রেখে সকল উন্নয়ন পরিকল্পনায় অভিবাসনকেঅন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকারকে একটি জাতিয় কৌশল নির্ধারণের পরামর্শ দিয়েছে রামরু । রামরুর সভাপতি ড. তাসনিম সিদ্দিকী অনুষ্ঠানে বলেন গত বছরের তুলনায় এ বছর বিদেশে কর্মী যাবার এবং বিদেশ থেকে র্যামিটেন্স পাঠানোর হার দুইই বেড়েছে । সাগরপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার হার কমেছে বলে উল্লেখ করে ড. তাসনিম সিদ্দিকী বলেন তবে পাচারকারী চক্রকে ঠিকঠাক ভাবে বিচারের মুখোমুখি না করায় সমস্যা রয়েই গেছে।জহুরুল আলমের রিপোর্ট: