অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের ক্রিকেট অগ্রযাত্রায় বিরাট সাফল্য- সাবেক ক্রিকেটার আকরাম খান বললেন রোকেয়া হায়দারের সঙ্গে আলোচনায়


Bangladesh’s Mustafizur Rahman, right, celebrates with his teammate Litton Das, the dismissal of India’s Ravindra Jadeja during their second one-day international cricket match in Dhaka, Bangladesh, Sunday, June 21, 2015.
Bangladesh’s Mustafizur Rahman, right, celebrates with his teammate Litton Das, the dismissal of India’s Ravindra Jadeja during their second one-day international cricket match in Dhaka, Bangladesh, Sunday, June 21, 2015.

সাবাস বাংলাদেশ! Bravo TIGERS!

ভারতের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ সিরিজের ২টিতে জয়, ২টি খেলায় বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ১১টি উইকেট জয়ের রেকর্ড সব মিলিয়ে অপূর্ব ফলাফল। ও হ্যাঁ আগের রেকর্ড ছিল – ব্রায়ান ভিটোরির ১০ উইকেট জয়ের।

ঢাকা থেকে টেলিফোনে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেট অধিনায়ক আকরাম খান। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক আকরাম। আকরাম জানালেন, বাংলাদেশের এই সাফল্যে তার অনুভুতির কথা –‘অবশ্যই খুবই ভাল লাগছে, যা কথায় বোঝানো যায় না’। ঠিক তাই। মুস্তাফিজের দূরন্ত বোলিংএর সঙ্গে সাকিব আল হাসানের অর্ধশত রাণ – লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর চমত্কার খেলেছেন। ওদিকে ভারতীয় অধিনায়ক ধোনির সঙ্গে ব্যাটে বলে পাল্লা দিয়েছেন রায়না, জাদেজা, কোহলি, তবুও হতাশ ধোনি। ৩টি ম্যাচের সিরিজে স্বাগতিক দল কি হোয়াইট ওয়াশ করবে ভারতকে? ২৪শে জুন তা দেখা যাবে, তবে বাংলাদেশ ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ানস ট্রফিতে ইংল্যাণ্ড আর অপর সাতটি দলের মধ্যে তার ঠাঁই করে নিয়েছে তা নিশ্চিত।

please wait
Embed

No media source currently available

0:00 0:04:58 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG