বাংলাদেশে এবারের বর্ষা মৌসুমে এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে আগাম সতর্ক করেছিল।
সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তাহমিনা এমন তথ্য জানিয়ে বলেন প্রাণঘাতী এ রোগটি যে ঢাকার বাইরেও বিস্তার করতে পারে, সেই আশঙ্কার কথাও তাদের আগেই জানানো হয়েছিল। বলেন মার্চ মাসে তারা ঢাকায় এডিস মশার বিষয়ে জরিপ চালিয়ে ছিলেন এবং তখনই সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়ে রাখা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের মূল কাজ হল চিকিৎসা দেওয়া এবং সচেতন করা বলে উল্লেখ করে তিনি বলেন মশা নিয়ন্ত্রণ এর কাজ নয়।
অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এ বছরের শুরু থেকে রোববার পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গু রোগী এবং এদের মধ্যে এ যাবত সুস্থ হরে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৭২৫ জন। ঢাকার বইরের হাসপাতালে বর্তমানে ৬১১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তবে অধিদপ্তরের কাছে হাসপাতালসহ বাসাবাড়িতে কত ডেঙ্গু রোগী রয়েছেন তার কোন হিসেব নাই। সরকারি হিসেবে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে।