অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত ও বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


ভারতের ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী এবং বাংলাদেশ থেকে ঐ রাজ্যে ১০ গিগাবাইট ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দিল্লীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন।

নতুন এই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানীর ফলে ভারত থেকে বাংলাদেশের আমদানী করা বিদ্যুতের পরিমাণ দাড়ালো ৬০০ মেগাওয়াট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদ্যুৎ আমদানীর মধ্য দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা পূরণ হবে। আর ইন্টারনেট ব্যান্ডউইথ পাওয়ার মধ্য দিয়ে ঐ অঞ্চলের মানুষ উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দুই দেশ এক যোগে কাজ করতে চায়। জলে, স্থলে অন্তরীক্ষে সব খানেই ভারত ও বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে। পারস্পরিক সুসম্পর্কের উজ্জ্বল নজির আমরা সৃষ্টি করতে চাই, বললেন নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এতে অংশ নেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00




XS
SM
MD
LG