অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল ৩১ জুলাই হস্তান্তরিত হবে


বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬২টি ছিটমহল আগামী ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হবে। এ লক্ষ্যে কে কোন দেশের নাগরিকত্ব চান-তা জানতে চেয়ে জনগননা জরীপ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ পাবে ১১১টি ছিটমহল এবং এর জনসংখ্যা ৩৭ হাজার ৪শ’। ভারত পাবে ৫১টি ছিটমহল এবং এর জনসংখ্যা ১৪ হাজার । বাংলাদেশ যে ১১১টি ছিটমহল পাবে তার অধিবাসীদের কাছে এবারের ঈদুল ফিতর এসেছে ভিন্ন মাত্রায়, অনেক বেশী আনন্দ নিয়ে। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামের ছিটমহলবাসীর সাথে আলাপকালে তারা জানান,‘‘ এতদিন আমাদের কোন দেশ ছিলনা, নাগরিকত্ব ছিলনা। এবারে সব হচ্ছে। এ কারনেই এই ঈদ আমাদের জন্য আসলেই অনেক, অনেক বেশী আনন্দের’’।

please wait

No media source currently available

0:00 0:02:34 0:00

XS
SM
MD
LG