অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের হজযাত্রীদের ১৯টি ফ্লাইট বাতিল হয়েছে


এ বছর বাংলাদেশী হজযাত্রীদের দুর্ভোগের আর যেন কোন শেষ নেই। প্রায় অর্ধেক হজযাত্রীর সৌদি ভিসা না পাওয়াসহ নানা জটিলতায় বুধবারও দুটো হজ ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা- বাংলাদেশ বিমান।

গত ২৪ জুলাই শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বিমান ১৯টি হজ ফ্লাইট বাতিল করেছে। এছাড়া চট্টগ্রাম থেকেও একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামী দুই দিনে বিমানের আরো ৩টি হজ ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনার পরিচালক বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, এ পর্যন্ত হজ ফ্লাইট বাতিলে ৯ হাজার ৮শ ৮৭ জন হজযাত্রীর যাত্রা ব্যাহত হয়েছে এবং বিমান ৪০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীরা তাদের হজযাত্রার ব্যাপারে এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছেন। হজযাত্রায় দুর্ভোগের কারণে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে আরো ১৪টি হজ ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG