বাংলাদেশের পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার সঙ্গে জেএমবি জড়িত। পুলিশ নিশ্চিত করে এ তথ্য জানিয়েছে। এর আগে আইএস এ হত্যার দায় স্বীকার করেছিল।
রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, এ ঘটনার মূল হত্যাকারী এখন তাদের কব্জায়। জিজ্ঞাসাবাদে সে চাপাতি দিয়ে পুরোহিত যজ্ঞেশ্বরকে হত্যা করার কথা কবুল করেছে।
হুমায়ুন কবির আরো জানান, এ ঘটনায় আরো দু’জনকে আটক করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত ছিল। এদের কাছে অস্ত্রশস্ত্রও পাওয়া গেছে।
উল্লেখ্য যে, গত ২১শে ফেব্রুয়ারি সকালে এই পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়। সন্ত্রাসীদের গুলি ও ককটেলের আঘাতে আহত হন আরো দুই পুরোহিত। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।