অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রীতি-নীতি পদদলিত করেছে: ইরানি দূতাবাস


ঢাকাস্থ ইরানি দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জেনারেল সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক রীতি-নীতি পদদলিত করেছে। বিনষ্ট করেছে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা। লঙ্ঘন করেছে ইরাকের সার্বভৌমত্ব।

সংবাদ মাধ্যমে পাঠানো এই বিবৃতিতে দূতাবাস বলেছে, জেনারেল কাসেম সোলাইমানি ইরাক ও সিরিয়াকে আইএস-এর মতো রক্ত পিপাসু জঙ্গিদের হাত থেকে মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে গেছেন। জেনারেল সোলাইমানি শুধুমাত্র ইরানি জনগণের নয়, বরং তিনি সকল মুসলমান ও নিপীড়িত ও বঞ্চিত মানুষের মর্যাদা ও গর্বের প্রতীক হয়ে উঠেছিলেন। বিবৃতিতে এ হত্যাকা-ের কঠোর প্রতিশোধের হুমকি দিয়ে বলা হয়, এটা জেনে রাখা ভালো যে সীমা লঙ্ঘনের যুগ শেষ হয়ে গেছে। যারা জেনারেল সোলাইমানির মতো স্বাধীনচেতা ব্যক্তিত্ব ও অন্যদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে তাদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে।

উল্লেখ্য যে, জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান জানিয়ে ঢাকাস্থ ইরান দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00



XS
SM
MD
LG