প্যারিসের নটরডেম গির্জার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শোকাহত বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়। বিশ্বের পর্যটকরা প্যারিসে ভ্রমনের সময় যে ক’টি স্থাপনা ঘুরে দেখেন তার মধ্যে এই গীর্জাটি অন্যতম। এই অগ্নিকান্ডের ঘটনায় গোটা বিশ্ব হতবাক।
এ নিয়ে ভয়েস অফ আমেরিকার কাছে বাংলাদেশের আর্চ বিশপ কার্ডিনাল পেট্রিক‘ডি রোজারিও দুঃখ প্রকাশ করেন।
পশ্চিমবঙ্গের খ্রিষ্টান সম্প্রদায় প্যারিসের ৮৫০ বছরের পুরনো নটরডেম গির্জার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় উদ্বিগ্ন ও শোকাহত। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম ব্যক্তিত্ব রেভারেন্ড কল্যাণ মৈত্র। তিনি জানান, 'এ দুর্ঘটনার খবরে ভীষণই উদ্বিগ্ন এবং হতাশ আমরা'।