অ্যাকসেসিবিলিটি লিংক

আক্রান্ত হলেই গুলি চালাবে পুলিশ, লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনমুতি!


ঢাকা মহানগর পুলিশের এক সভায় প্রদত্ত নির্দেশনায় বলা হয়েছে যে, তল্লাশি চৌকি বা চেকপোস্ট অথবা টহলকালে কোনো পুলিশ সদস্য আক্রান্ত হলেই পুলিশের সদস্যরা গুলি চালাতে পারবে। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনমুতির প্রয়োজন হবে না। তবে পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।

এদিকে একজন প্রকাশক হত্যা এবং তিনজন প্রকাশক, ব্লগার হত্যা চেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের ডাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী কফিন মিছিলটিকে পুলিশ বাধা দিয়েছে। মিছিলে এ পর্যন্ত নিহত ছয়জন ব্লগার, প্রকাশকের প্রতীকী কফিন এবং পরবর্তী টার্গেট কে- এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করা হয়। গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ইমরান এইচ সরকার বলেন, সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ দমনে যতো তৎপর দেখা যায় জঙ্গীদের ক্ষেত্রে তা দেখা যায় না। ইমরান এইচ সরকার বলেন, প্রশাসন ও রাজনীতিবিদদের মধ্যে জঙ্গীবাদ ঢুকে পড়েছে। এটি বিপজ্জনক এবং এ থেকে দেশকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG