ঢাকার পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন বা র্যাবের জঙ্গীবিরোধী অভিযানে তিনজন জঙ্গী নিহত হয়েছে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুমানিক ১০০ গজ দূরত্বের ৬ তলা একটি বাড়িতে ওই অভিযানের সময় জঙ্গীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে মেরেছে। তারা ওই বাড়ির একটি তলা উড়িয়ে দিতে চেয়েছিল বলে র্যাব মহাপরিচালক বেনজীর আহমদ শুক্রবার জানিয়েছেন। স্থানীয়রা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পান বলে জানান। র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ নিহতরা জেএমবির সদস্য বলে জানিয়েছেন। র্যাব বাড়িটি থেকে সুইসাইড ভেষ্ট, বোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জামাদি, দুটো পিস্তুলসহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার করেছে। অভিযানে দুজন র্যাব সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।