বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের ভাসানচরে স্থানান্তরের যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কর্তৃপক্ষ- তাতে বিদেশী সাহায্য প্রাপ্তিতে তেমন কোনো আশা নেই। নিউইয়র্কে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে-এ দেয়া এক সাক্ষাতকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই মন্তব্য করেছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রোহিঙ্গাদের ওই চরে স্থানান্তরে কোনো নির্দিষ্ট সময়সীমাও নেই। ঝড়-জলোচ্ছাসের ঝুকিতে থাকা চরটিকে বাসযোগ্য করা, চারিদিকে বাঁধ নির্মাণ এবং বসবাসের ঘরবাড়ি নির্মাণের জন্য ২৮০ মিলিয়ন ডলারের ওই পরিকল্পনার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহায়তা কামনা করে আবারও আনুষ্ঠানিক আবেদন জানানোর পরিকল্পনা করছে। বর্তমানে একটি চীনা কোম্পানী চরের চারিদিকে বাঁধ নির্মাণের কাজ করছে।
উল্লেখ্য, ২০১৫ সালের শেষের দিকে বাংলাদেশ সরকার ওই পরিকল্পনা গ্রহণ করে।
এদিকে, রোহিঙ্গারা ওই চরে যেতে আদৌ ইচ্ছুক নন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ইতোমধ্যে রোহিঙ্গা স্থানান্তরের ওই পরিকল্পনার ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।