অর্থপূর্ণ সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে সৌদি আরবের চলমান লড়াইয়ে যোগ দেওয়ার দৃঢ় সঙ্কল্প ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
বর্তমানে সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সেদেশের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইয়রের সঙ্গে বুধবার রিয়াদে এক বৈঠকে এমন বক্তব্য দিয়েছেন বলে বৃহস্পতিবার ঢাকার দৈনিক পত্রিকা সমূহের অনলাইন সংস্করণে সৌদি আরবের অন্যতম ইংরেজি দৈনিক 'এরাব নিউজ' এর বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয় উভয় মন্ত্রী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, সৌদি আরব সম্প্রতি ৩৪ টি মুসলিম দেশকে নিয়ে জঙ্গিবাদ বিরোধী যে সামরিক জোট গঠন করেছে তাতে বাংলাদেশও রয়েছে। সম্প্রতি তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে সৌদি কনস্যুলেটে হামলার ঘটনার নিন্দাও জানিয়েছে বাংলাদেশ। ঢাকা থেকে জহুরুল আলম।