অ্যাকসেসিবিলিটি লিংক

ডনাল্ড ট্রাম্প-এর বক্তব্য যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, মন্তব্য বাংলাদেশীদের


যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডনাল্ড ট্রাম্প-এর বক্তব্যের নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে।

কয়েকজন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় বলেছেন, ওই বক্তব্যের মাধ্যমে তারা শঙ্কিত, আতঙ্কিত। আইএস বা অন্য জঙ্গী সংগঠনসমূহ আর মুসলমানদের সমার্থক ভাবলে তাতে সঙ্কট আরও বাড়বে, কমবে না। তারা এও বলেন, এমন বক্তব্য যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ওই সাধারণ মানুষেরা বলেছেন, প্রেসিডেন্ট ওবামা জঙ্গীবাদের বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক দিয়েছেন তা সমর্থনযোগ্য। কারণ জঙ্গীবাদ এবং ইসলাম এক কথা নয়। কয়েকজন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভয়েস অফ আমেরিকার কাছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীনও প্রতিক্রিয়া জানান।
সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞগণ বলছেন, জঙ্গীবাদ আর মুসলমানদের এক করে দেখা হবে বিশাল ভ্রান্তি, এতে সঙ্কট বহুগুণে বাড়বে, কোনোদিনও কমবে না। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG