প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বৃহস্পতিবার ১১ ঘন্টা ধরে বেনগাজী তদন্ত কমিটি প্যানেল'র মুখোমুখি হন I ২০১৬ সালে ডেমোক্রাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন অত্যন্ত ধীর স্থির ভাবে রিপাবলিকান দলীয় বিশেষ প্যানেল 'র প্রশ্নের জবাব দিচ্ছিলেন I
সমীক্ষায় দেখা গিয়েছে যে ৭৫% আমেরিকান জনগণ এই দীর্ঘায়িত তদন্তকে তাঁর ভাবমূর্তি খর্ব করার প্রয়াস বলে ভাবছেন I