বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম কক্সবাজার পরিদর্শন করেছেন। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের বিজিবির টহল এবং বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেমের কনট্রোল ঘুরে দেখেন তিনি। সোমবার টেকনাফ ব্যাটালিয়নে বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেমের কনট্রোল রুম পরিদর্শন করেন তিনি।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুজ্জামান চৌধুরী জানান, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের ৫৪ কিঃ মিঃ জলসীমাকে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় নিয়ে আসার লক্ষ্যে বর্ডার সার্ভেইল্যান্স এন্ড রেসপন্স সিস্টেমের কন্ট্রোল রুমটি চালু করা হয়েছে।
স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে জলসীমায় অবৈধ চলাচল, চোরাকারবারী ও অপরাধীদের গতিবিধি মনিটরিং এবং দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহজ হবে।
কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট