অ্যাকসেসিবিলিটি লিংক

আবুজায় নাইজেরিয়া এবং প্রতিবেশী দেশগুলির নেতাদের বৈঠক


বৃহস্পতিবার নাইজেরিয়া এবং প্রতিবেশী ৪টি দেশের নেতারা ইসলামী জঙ্গি দল বোক হারামের বিরুদ্ধে প্রস্তাবিত যৌথ সেনাবাহিনী গঠনের ব্যাপারে আবুজায় আলাপ আলোচনা শুরু করেছেন I নাইজেরিয়ার প্রেসিডেন্ট বুহারী মন্তব্যে বলেন এই উদ্যোগে তার দেশই প্রধান ভুমিকা রাখতে চায়, কারণ নাইজেরিয়াতেই বোক হারাম সব চাইতে বেশি সক্রিয় I প্রতি ৬ মাসে নেতৃত্ব বদলানোর যে প্রস্তাব, সে বিষয়ে তিনি বলেন, এতে করে যৌথবাহিনী কম সফল এবং কম কৃতকার্য হবে I

এ বছরের শুরুতে শাদ, নাইজার এবং ক্যামেরুন বোক হারামের বিরুদ্ধে সেনাবাহিনী মোতায়েন করে I বোক হারাম তাদের নিয়ন্ত্রিত বেশির ভাগ এলাকা থেকে সরে গেলেও বোর্ন রাজ্যের রাজধানী মায়দুগুরিতে তারা আবার সক্রিয় হয়েছে I

XS
SM
MD
LG