অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে দিনে দিনে বাড়ছে মদের ওপর শুল্ক


ভারতের বিহার রাজ্য সাত মাস আগেই নিষিদ্ধ করেছে মদ। তাতে রাজস্বের ক্ষতি হলেও গ্রাহ্য করেননি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কিন্তু পশ্চিমবঙ্গে একেবারে উল্টো। দিনে দিনে বাড়ছে মদের ওপর আরো শুল্ক বসিয়ে বাড়তি রাজস্বের ওপর নির্ভরতা।

আগামী ৮ নভেম্বর থেকে ফের বাড়বে শুল্কের হার। তা দাঁড়াবে ৮১ শতাংশে, যা কিনা দেশের সব রাজ্যের চেয়ে বেশি। চলতি ২০১৬-১৭ অর্থবর্ষে বাড়তি শুল্ক বাবদ আদায় হতে পারে অন্তত ৪০০ কোটি টাকা। পরের পুরো অর্থবর্ষে আবগারী বাবদ মোট আয় হবে অন্তত ৫,০০০ কোটি টাকা।

কিন্তু মদ আরো দামী হলে কিন্তু বাড়ে চোলাই মদের বিক্রি। অনেক সময়ই সেই মদের বিষক্রিয়ায় মৃত্যু হয় মানুষের। সুতরাং তাও বাড়বার আশঙ্কা রয়েছে। রাজস্ব বাড়াতে কেবল শুল্কের হারই নয়, রাজ্য কমিয়ে দিয়েছে মদবিহীন দিনের সংখ্যাও।

এবার দুর্গাপুজোর দিনগুলোয় মদ বিক্রি অবাধ করার ফলে হাতে হাতে ফল মিলেছে। কোষাগারে রাজস্ব বাড়াতে রাজ্য যেন চাইছে, আরও বেশি করে মদ খান রাজ্যের নাগরিকেরা। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG