বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন বলেছে, গত অল্প কিছুদিন সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ক্যাথলিক ও প্রোটেস্টান্ট চার্চের ১২জন ধর্মযাককে হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব হুমকি দেয়া হয়েছে মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় অথবা সরাসরি টেলিফোন করে। ঢাকার আর্চবিশপ পেট্রিক ডি কস্টার নেতৃত্বে এতে উদ্বেগ জানিয়ে রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন একটি প্রতিনিধি দল। তারা নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। বাংলাদেশের খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল রোজারিও এ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ইতালীয় নাগরিক পেয়েরো পারলারি এবং অপর একজন ফাদার লুক সরকারকে হত্যার চেষ্টার জন্য হামলার পরে বর্তমানে যেসব হুমকি আসছে তাতে তারা দারুনভাবে উদ্বিগ্ন। তারা শনিবার মানববন্ধন কর্মসূচি পালনের কথাও উল্লেখ করেছেন।...ঢাকা থেকে আমীর খসরু