অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর ও পাকিস্তানের রাজনীতি নিয়ে প্রফেসার জিল্লুর রহমান খানের মূল্যায়ন


মিশরের শীর্ষ আদালত রায় দিয়েছে , সংসদের ইসলামপন্থীদের প্রভাবাধিন উচ্চ পরিষদ নির্বাচিত হয়েছিলো অবৈধভাবে । শীর্ষ সাংবিধানিক আদালত বলছে মিশরের নতুন সংবিধান রচনা করে যে প্যানেল , সে প্যানেলের সদস্যদের বাছাই প্রক্রিয়াও যথোপযুক্ত ছিলনা । রবিবার আদালতের এই রায়ে অবশ্য নতুন নির্বাচন না হওয়া অবধি সংসদ বিলুপ্ত করবার কথা বলা হয়নি । এই যে মিশরে আবার একবার মোরসী সরকার ও বিচার বিভাগ পরস্পর মুখোমুখি অবস্থানে এসে দাঁড়ালো – এ পরিস্থিতি আপনি কিভাবে বিশ্লেষন করবেন ? এ প্রশ্নের জবাবে উইসকানসিন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক , রৌয বুশ প্রফেসার , বিশিষ্ট রাষ্ট্র বিজ্ঞানী ডক্টর জিল্লুর রহমান খান বলেন এ বিষয়টিতে বৈধতা একটা গুরুত্বপূর্ন দিক এবং আদালতের সিদ্ধান্ত তাঁর মতে সঠিকই ।

ওদিকে , পাকিস্তানে প্রধানমন্ত্রীর পদের জন্যে মনোনিত নওয়াজ শরিফ তাঁর দলের তরফে নির্বাচনী ওয়াদা করেছিলেন পাকিস্তানের ভূখন্ডে তিনি যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা বন্ধ করাবেন – একই সঙ্গে নতুন সরকার একটা কমজোর অর্থনীতি ও তীব্র জ্বালানি সংকটের মুখোমুখি গিয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে । নওয়াজ শরিফের সাফল্যের সম্ভাবনা আপনার মূল্যায়নে কতোখানি ? এ জিজ্ঞাসায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নিবাসী রাষ্ট্র বিজ্ঞানী প্রফেসার জিল্লুর রহমান খান জানান – পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরিফের এই তৃতিয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গ আলোচনার মধ্যে ভারত-পাকিস্তান সম্পর্ক ভালো হবে এবং কাশ্মিরসহ বিভিন্ন সমস্যার ফয়সলাও হতে পারে । যুক্তরাষ্ট্রের সঙ্গে নওয়াজ শরিফ সমঝোতার সমাধান চাইবেন বলেই মনে করেন অধ্যাপক জিল্লুর রহমান খান , ভয়েস অফ এ্যামেরিকার সঙ্গে কথা প্রসঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে দু’টি বিষয়েই তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।egypt & pakistan pol
please wait
Embed

No media source currently available

0:00 0:03:56 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG