বৃহস্পতিবার দুপুর নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকার ৯০ শতাংশ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
রাজধানীকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য মুক্ত করার ঘোষণা দিয়ে বুধবার ঈদের দিন দুপুর ২টা থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরুর পর নির্দিষ্ট সময় অতিবাহিত হলে মেয়র সাঈদ খোকন এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি করেছেন অনেকে। এছাড়া, ঢাকাসহ সারা দেশের দর্শনীয় স্থান এবং বিনোদন কেন্দ্রগুলোতে সারাদিন ধরে দেখা গেছে শিশু কিশোরসহ সকল বয়সী মানুষের ভিড়।
এদিকে, স্বজনদের সাথে মিলিত হতে ঈদের দ্বিতীয় দিনেও অনেক মানুষ শহর, বন্দর, গঞ্জ ছেঁড়ে গ্রামে চলে যেতে দেখা গেছে।