অ্যাকসেসিবিলিটি লিংক

ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের প্রথম দলটি বৃহস্পতিবার ভারত গেছেন


এ বছরেরই ১ আগস্ট বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের পরে যারা বাংলাদেশের বিলুপ্ত ছিটমহল থেকে ভারতে যেতে ইচ্ছুক তাদের প্রথম দলটি বৃহস্পতিবার ভারত গেছেন। বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতের কুচবিহারে প্রথম দফায় গেছেন ৬৪ জন। ৬৭ জনের যাবার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনজন জন্ম স্থানেই থেকে যাবার সিদ্ধান্ত নেন। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চার দফায় বিভিন্ন বিলুপ্ত ছিটমহল থেকে প্রায় আটশ বাসিন্দা ভারতে যাবেন। মোট ৯৮৭ জন প্রথমে ভারতে যাবার জন্য আবেদন করলেও জন্ম স্থানের নিবিড় টানে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রায় দুইশ জন বাংলাদেশী থেকে যাবার জন্য পুনরায় আবেদন করেন। প্রথম দফায় যারা গেলেন তাদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। দু’জন তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।


প্রথম দফায় যারা গেছেন তাদের বরণ করতে ভারতীয় অংশে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ঠিক একই সময়ে এতোদিনকার ভিটেমাটি আর স্বজনদের ছেড়ে যাওয়ার বিষাদময় পরিস্থিতি ছিল বাংলাদেশ অংশে।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG