অ্যাকসেসিবিলিটি লিংক

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে ২৪ টি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত


গত কয়েকদিন যাবত দেশব্যাপী ভারি বর্ষণ ও সীমান্তের অপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত ২৪ টি জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং অন্যান্য সংশ্লিষ্ট সুত্রগুল জানিয়েছে ব্রম্মপুত্র, যমুনা ও সুরমা নদনদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া এসকল নদনদীর অববাহিকার জেলা সমূহের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। যে ২৪ টি জেলা বন্যা কবলিত হয়েছে সেগুলোর মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জের পরিস্থিতি সবচেয়ে খারাপ।

বন্যা কবলিত এলাকা থেকে পাওয়া খবরে জানা গেছে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন, শত শত ঘরবাড়ী তলিয়ে গেছে, ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং বহু মানুষ ঘরবাড়ী ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

খবরে আরও বলা হয় বন্যা কবলিত এলাকায় শুকন খাবার, গোখাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG