জাতিসংঘ শরনার্থী সংস্থা ইউ-এন-এইচ-সি-আর বলেছে, জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত সময়ে ২৫ হাজারের মত বাংলাদেশী এবং রোহিঙ্গা, সমুদ্রপথে পাচার হয়েছে। এদিকে, মানবপাচার বিরোধী অভিযানে, পাচারকারী অভিযোগে কথিত বন্দুক যদ্ধে নিহত হয়েছে ৩ জন। বিষয়টি নিয়ে শুনুন ঢাকা থেকে পাঠানো আমীর খসরুর রিপোর্ট।