অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সরকারের পর্যবেক্ষন জানতে চেয়েছে আইসিসি


মিয়ানমারের রাখাইন থেকে গত বছরের আগস্টের পরে ৭ লাখ রোহিঙ্গাকে গণহারে বিতাড়ণের ব্যাপারে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি মিয়ানমার সরকারের পর্যবেক্ষন জানতে চেয়েছে। আইসিসির প্রাক-বিচারিক শুনানি- যা নেদারল্যান্ডসের হেগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়- তাতে বিচারকগণ আগামী ২৭ জুলাইয়ের মধ্যে গোপনে বা প্রকাশ্যে মিয়ানমারকে পর্যবেক্ষন দিতে বলেছেন। ইতোমধ্যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক পর্যবেক্ষন দিয়েছে ১১ জুন। বাংলাদেশের ২৬ জন বিশিষ্ট নাগরিকও একটি যৌথ বেসরকারী পর্যবেক্ষন চলতি সপ্তাহেই আইসিসির কাছে হস্তান্তর করেছে। কয়েকটি মানবাধিকার সংগঠনও পর্যবেক্ষন দেয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত-এর অন্যতম প্রধান কৌশলী ফাতাও বেনসুদা-র আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিসি শুনানির সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু প্রথমে কিছু আইনী জটিলতা দেখা দিয়েছিল। কারণ বাংলাদেশ আইসিসি সংক্রান্ত রোম সনদে স্বাক্ষরকারী হলেও মিয়ানমার স্বাক্ষরকারী নয়। পরে, বাংলাদেশ যেহেতু স্বাক্ষরকারী ও ক্ষতিগ্রস্ত দেশ এ কারণে শুনানির প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমির খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG