অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার মৃণাল সেন আজ সকালে কলকাতায় মারা গিয়েছেন


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার মৃণাল সেন আজ সকালে কলকাতায় তাঁর বাড়িতে মারা গিয়েছেন। বয়েস হয়েছিল ৯৫, বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।

শুধু বাংলা সিনেমা নয়, ভারতীয় চলচ্চিত্রে এবং বিশ্বের সিনেমা অঙ্গনেও তিনি ছিলেন সম্মানিত। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের সঙ্গে মৃণাল সেনের নাম উচ্চারিত হতো। আজ তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হলো। ১৯৫৫ সালে প্রথম ছবি রাতভোর দিয়ে সিনেমা জগতে প্রবেশ। কিন্তু সর্বভারতীয় খ্যাতি অর্জন করেন ১৯৬৯ সালে ভুবন সোম নামে অত্যন্ত কম বাজেটের একটি হিন্দি ছবিতে। একের পর এক উল্লেখযোগ্য সিনেমা পরিচালনা করেছেন তিনি। আকাশ কুসুম, ইন্টারভিউ, কলকাতা ৭১, পদাতিক, আকালের সন্ধানে, সেই সঙ্গে মৃগয়া, খন্ডহর, ইত্যাদি ত্রিশটি ছবির নির্মাতা মৃণাল সেন পদ্মভূষণ সম্মান থেকে শুরু করে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির ভূমিকা পালন করেছেন। গত বছর স্ত্রীর মৃত্যুর পর থেকেই একা হয়ে পড়েন। একমাত্র ছেলে কুনাল থাকেন শিকাগোয়। তিনি না আসা পর্যন্ত মৃণালবাবুর দেহ সংরক্ষিত থাকবে, তার পর চুল্লিতে দাহ করে দেওয়া হবে। জনগণ ও সরকারি শ্রদ্ধা প্রদর্শন নয়। বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী চলচ্চিত্রকারের এটাই ছিল শেষ ইচ্ছা।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG