অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম মেদিনীপুর জেলার চারটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিল সংশ্লিষ্ট জেলা প্রশাসন


লোধা অধ্যুষিত রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার চারটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিল সংশ্লিষ্ট জেলা প্রশাসন।

নারায়ণগড়, শালবনি, কেশপুর ও ঘাটালের একটি করে গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার টার্গেট নেওয়া হয়েছে। শুধু তাই নয়, লোধা অধ্যুষিত ১৫টি গ্রামে সৌরশক্তিকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহেরও ব্যবস্থা করা হবে। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা পরিষদ হলে লোধা মহিলাদের নিয়ে গঠিত স্ব-সহায়ক দলগুলিকে নিয়ে আলোচনা সভায় সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর।পিছিয়ে পড়া লোধা সম্প্রদায়ের মন জয় করার চেষ্টা আগেই হয়েছে। বলাই নায়েকের নেতৃত্বাধীন লোধা শবর কল্যাণ সমিতির এক প্রতিনিধিদল ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করে এসেছেন। দীর্ঘদিনের দাবি অনুযায়ী চালু হয়েছে লোধা সেল। এই জেলায় কেবলমাত্র লোধাদেরই জন্য ডোর টু ডোর সার্ভে শুরু হওয়ার মুখে। এবার মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাত্র কয়েকদিন আগেই লোধা মহিলাদের নিয়ে গঠিত স্ব-সহায়ক দলগুলিকে নিয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। যেখানে লোধাদের কোন কোন প্রকল্পে কী কী সুবিধা রয়েছে, তার উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছে বলেই জানা গেছে।

please wait

No media source currently available

0:00 0:01:09 0:00


XS
SM
MD
LG