অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনা রোগীদের সেবাদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রণোদনা দেবে সরকার


বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।
স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়ে বলেছেন, একই সময়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৫ জন মারা যাওয়ায় দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৭ জনের। এছাড়া, গত তিন দিনে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মত করোনা উপসর্গ নিয়ে রাজধানী ঢাকায় একজন এবং ৭ জেলায় একজন করে মোট ৮ জন মারা গেছেন বলে মঙ্গলবার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। তবে এদের কারো করোনা ভাইরাসের পরীক্ষা না হওয়ায় মৃত্যুর সঠিক কারন জানা যায় নাই।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্য যে সকল ডাক্তার নিজেদের সুরক্ষার জন্য পালিয়ে আছেন এবং তাঁদের দ্বারে দ্বারে ঘুরে সাধারণ রোগীরাও চিকিৎসা পাননি তাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যাদের মধ্যে মানবতা বোধ নাই তাঁদের জন্য সরকারের বা এদেশের মানুষের কোন সহানুভূতিও নাই।
এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার করোনা রোগীদের সেবাদানকারী সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্য সুরক্ষার ব্যবস্থা করেছে। যে সকল ডাক্তার, নার্স এবং অন্যান্য সেবা দানকারীরা নিজেদের জীবন বাজী রেখে করোনা রোগীদের সেবা করছেন এবং অন্যান্য কাজে সম্পৃক্ত আছেন তাঁদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাঁদের জন্য বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণা দেন। চলতি মাসে দেশে আরো ব্যাপক আকারে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার আভাস মিলছে বলে জানিয়ে শেখ হাসিনা সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। ভ্যান চালক, রিকশাচালক, দিনমজুর, চা বিক্রেতাসহ যেসকল পেশাজীবী কষ্টে আছেন সেই মানুষগুলোর ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
XS
SM
MD
LG