ডলারের তূলনায় ভারতীয় টাকার মূল্য পড়তে পড়তে ডলার-পিছু টাকা যে ৬৭ টাকা ৭৩ পয়সায় নেমে এসেছে, সেটাই গত দু বছরের মধ্যে নিম্নতম।
বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাসে টাকার দর আরও পড়ে ৬৮ টাকা ৫০ পয়সা ছুঁতে পারে। ২০১৩ সালের ২৮ আগস্ট কিন্তু ভারতীয় টাকার মূল্য বেড়ে হয়েছিল ৫৮ টাকা ৫০ পয়সা। এখন টাকার অবমূল্যায়ণ ঘটায় ভারতের অামদানী সামগ্রীগুলি আরও দামী হয়ে উঠেছে। কিন্তু পাশাপাশি রপ্তানি বাণিজ্য ভারতের পক্ষে আরও লাভজনক হয়ে দাঁড়িয়েছে।
ডলার-টাকার পারস্পরিক মূল্যের এমন ওঠাপড়া চলছে কেন? বিশেষজ্ঞরা বলছেন, চীনা শেয়ার বাজারের অস্থির মতি এর একটা বড় কারণ। ভারতীয় শেয়ার বাজারের ওঠাপড়াও সমস্যা বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দর একেবারে তলানিতে নেমে যাওয়ার কারণেও টাকার দর পড়ে ডলারের দর পড়তি। কলকাতা থেকে গৌতম গুপ্ত।