অ্যাকসেসিবিলিটি লিংক

অসম রাজ্যে নাগরিক পঞ্জী নবীকরণের সময় সীমা আর বাড়ানো হবে না: ভারতের সুপ্রিম কোর্ট


ভারতের অসম রাজ্যে এনআরসি বা নাগরিক পঞ্জী নবীকরণের সময় সীমা আর বাড়ানো হবে না বলে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে।

গত বছর ৩০শে জুলাই অসমে জাতীয় নাগরিক পঞ্জীর প্রথম খসড়া প্রকাশ করা হয়। তাতে রাজ্যের ৩ কোটি ২৯ লক্ষ অধিবাসীর মধ্যে ২ কোটি ৮৯ লক্ষের নাম ছিল, বাদ গিয়েছিল ৪০ লক্ষ ৭০ হাজার ৭০৭ জনের নাম। এঁদের প্রায় ৪০ লক্ষই বাঙালি। রাজ্য জোড়া হাহাকারের মধ্যেই জানানো হয়েছিল, এটি খসড়া মাত্র, বৈধ নথিপত্র দাখিল করে চুড়ান্ত তালিকায় নাম তোলার সুযোগ ও সময় দেওয়া হবে। তারপরেও সময় সীমা বাড়ানো হয়েছে।

অসমের নাগরিক পঞ্জী নবীকরণের ভারপ্রাপ্ত আমলা প্রতীক হাজেলা ইতোমধ্যে সুপ্রিম কোর্টকে জানান, বিভিন্ন লোকের নাম তালিকাভুক্ত করা বা না করার ব্যাপারে যাঁরা আপত্তি জানিয়েছিলেন তাঁরা কেউ আর প্যানেলের সামনে হাজির হননি।

আজ সুপ্রিম কোর্ট বলেছে, আগামী ৩১শে জুলাই এনআরসির সময় সীমা শেষ হচ্ছে। আর বাড়ানো যাবে না। সর্বোচ্চ আদালত প্রতীক হাজেলাকে নবীকরণের ব্যাপারে পূর্ণ ক্ষমতা দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG