অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতা মহানগরীর হাওড়া ব্রিজ-এর সমান্তরাল আরও একটি সেতু তৈরি হচ্ছে গঙ্গার উপর দিয়ে


কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ কারী কলকাতা মহানগরীর অন্যতম হাওড়া ব্রিজ’-এর সমান্তরাল আরও একটি সেতু তৈরি হচ্ছে গঙ্গার উপর দিয়ে। ছয় লেনের নয়া সেতুটি দক্ষিণ শহরতলি সঙ্গে হাওড়াকে যুক্ত করবে। একদিকে কলকাতা, বেহালা, মহেশতলা, বজবজ, পূজালি, অন্যদিকে হাওড়া ও পূর্ব মেদিনীপুরের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। প্রস্তাবিত সাগর বন্দরেরও এর ফলে লাভ হবে। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে ইতিমধ্যে বিষয়টি নিয়ে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। রাজ্যের শীর্ষ প্রশাসন সূত্রে খবর, এহেন বিশাল একটি প্রকল্প রূপায়ণ করতে গিয়ে রাজ্য সরকার যাতে কেন্দ্রের মুখাপেক্ষী না হয়ে থাকে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রশাসনের কর্তাব্যক্তিদের। যার নেপথ্য বার্তা–দিল্লি সাহায্যের হাত না বাড়ালেও ‘তৃতীয় হুগলি সেতু’ পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলবে।প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ডায়মন্ডহারবারের পূজালি থেকে সেতুটি হাওড়ার ফুলেশ্বরে মিশবে। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন নিয়েই জায়গা স্থির করা হবে। তারপরই সেতু নির্মাণে দ্রুত হাত দেবে রাজ্য সরকার

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG