অ্যাকসেসিবিলিটি লিংক

লকডাউনের শিথিলতা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা


লকডাউনের শিথিলতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মামলাকারীর বক্তব্য, লকডাউন শুরু হয়েছিল বিশিষ্টদের পরামর্শ মেনে। এখন কেন্দ্র বা রাজ্য লকডাউন শিথিল করছে, আনলকের পথে হাঁটছে। কিন্তু এতে কার পরামর্শ নেওয়া হল? প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, যেভাবে লকডাউনে শিথিলতা আনা হচ্ছে, তাতে আরও সমস্যা বাড়বে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করেছেন তিনি। পাশপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে? জনস্বার্থ মামলায় তাও জানতে চেয়েছেন অনিন্দ্যসুন্দর দাস। হাইকোর্ট সূত্রে খবর, আগামী ৫ই জুন প্রধান বিচারপতির ঘরে মামলাটির শুনানি হতে পারে।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। মোট মৃত ২৫৩। রাজ্যে বেড়েছে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও। রাজ্যে করোনা আক্রান্ত ও কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ার পিছনে রাজ্য সরকার ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরৎ আসার বিষয়টিকেই বার বার তুলে ধরেছে। যদিও এর পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও বেশ ভালো, ৩৯,৯৫ শতাংশ।

পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:01:14 0:00


XS
SM
MD
LG