অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের হায়দরাবাদে তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত চার জনকে পুলিশ গুলি করে মেরেছে 


দক্ষিণ ভারতের হায়দরাবাদে এক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত চার জনকেই পুলিশ আজ শেষ রাতে গুলি করে মেরেছে।

তেলেঙ্গানা পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, আজ শুক্রবার রাত তিনটে নাগাদ পুলিশ চার অভিযুক্ত চিন্তাকোন্তা চিন্নাকেশভুলু, জল্লু শিবা, জল্লু নবীন আর মোহাম্মদ আরিফকে জেল থেকে বের করে সেই ঘটনার পুনর্নির্মান করার জন্য ঘটনাস্থলে নিয়ে যায়। সেই সময় তারা পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করে চার জনকেই মেরে ফেলতে বাধ্য হয়। আজ সকালে এই খবর ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করতে থাকে। কেউ সংশ্লিষ্ট পুলিশদের মিষ্টি মুখ করায়, কেউ বাজি ফাটায়, সোশ্যাল মিডিয়ায় আনন্দের বহিঃপ্রকাশ ঘটে সবচেয়ে বেশি। নির্যাতিতার বাবা বলেন, ওর আত্মা শান্তি পেল। উত্তরপ্রদেশের বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী উন্নাওয়ের ঘটনার ভিত্তিতে বলেন, যোগী আদিত্যনাথের পুলিশ এর থেকে শিক্ষা নিক। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ কাজ ঠিক হয়নি। শাস্তি দেওয়ার ভার পুলিশের নয়, তার জন্য বিচার ব্যবস্থা আছে। নেটিজেনদের মধ্যেও কেউ কেউ পুলিশ এনকাউন্টারে অভিযুক্তদের মারার নিন্দা করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG