আমেরিকার যে অভিবাসন নীতি নিয়ে সমালোচনায় সরব বৃটেন, ফ্রান্স ও জার্মানির মত বন্ধু দেশ, ভারত কিন্তু সেখানে নীরব। বিদেশ দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, যে সব আন্তর্জাতিক বিষয় ভারতকে সরাসরি আঘাত করে না, তা নিয়ে মন্তব্য না করাই ভারতের নীতি। এ ছাড়া, দেশের স্বার্থ জড়িত বিভিন্ন বিষয়ে কি নীতি নেবেন ট্রাম্প, তা এখনও বোঝা যাচ্ছে না। প্রাক্তন বিদেশ সচিব শ্যাম সরণ মনে করেন, বাস্তব রাজনীতি মেনে চলতে হলেও দেশের বিদেশ নীতির ভিত্তিতে একটা নৈতিকতার ভাবনা বাঞ্ছনীয়। বিদেশ কর্তারা এ-ও বলছেন, সাত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধ নিয়ে তো চুপ রয়েছে আরব আর ইজিপ্টও।
এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।