অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরের যুবকদের জঙ্গী সংগঠনে যোগ দেওয়ার সংখ্যা ক্রমশই বাড়ছে


গত ৩ বছরের সংখ্যা দেখিয়ে দিচ্ছে, কাশ্মীরের যুবকরা ক্রমশ বেশি করে যোগ দিচ্ছে জঙ্গী সংগঠনে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্য বিধানসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ২০১৫ সালে জঙ্গী দলে নাম লিখিয়েছিল ৬৬ জন তরুণ। সংখ্যাটা ২০১৬ সালে হয় ৮৮ জন। আর ২০১৭ সালে সংখ্যাটা এক লাফে বেড়ে দাঁড়ায় ১২৬।

রাজ্যের কারাগারগুলিতে বন্দী জঙ্গীর সংখ্যা ২,৬৯৪ জন। এদের মধ্যে দণ্ডিত পুরুষ জঙ্গী ২২৮ জন, মহিলা ৮ জন। বাকিদের বিচার চলছে। মুখ্যমন্ত্রী জানান, ২০১৬ এর মাঝামাঝি সময়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় হিজবুল মুজাহিদিন জঙ্গী গোষ্ঠীর পরিচিত নেতা বুরহান ওয়ানি। তারপর থেকেই জঙ্গী দলে যোগ দেওয়ার জোয়ার লেগেছে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG