অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় নারীদের আরো বেশী প্রযুক্তি বান্ধব হওয়ার পরামর্শ দেন নরেন্দ্র মোদী


8ই মার্চ নারী দিবসের প্রাক্কালে মহিলাদের দিয়ে দেশের উন্নয়নের পক্ষেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদের সেন্ট্রাল হলে দেশের মহিলা আইন প্রনেতাদের নিয়ে আয়োজিত দুদিন ব্যাপী এক সর্ব্বভারতীয় সম্মেলনের শেষ দিনে সমাপ্তি ভাষনে প্রধানমন্ত্রী বলেন, মহিলা উন্নয়নের কথা না ভেবে আমাদের এখন ভাবতে হবে কী ভাবে মহিলাদের দিয়ে দেশের উন্নতি ঘটানো যায়।

তিনি বলেন, বর্তমানের আধুনিক সমাজ ব্যবস্থায় মাল্টি টাস্কিং অর্থাৎ এক সঙ্গে অনেকগুলি কাজ করার দক্ষতা একটি বড় গুন হিসাবে গন্য করা হয়। মহিলারা সহজাত ভাবে এই গুন পেয়ে থাকেন। তাদের আরো বেশী প্রযুক্তি বান্ধব হওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ করা যেতে পারে, এই সম্মেলনে পশ্চিমবঙ্গ থেকে যোগ দেন এরাজ্যের তৃনমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি রাজ্যের কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের পাশাপাশি নারী নিরাপত্তার প্রসঙ্গও উত্থাপন করেন এই সর্ব্বভারতীয় সম্মেলনে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG