দুই বিদেশী হত্যার কোন কূল-কিনারা হয়নি। বরাবরের মতো এবারও একে অপরকে দোষারোপ করছেন রাজনীতিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এসব হত্যার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে দায়ী করেছেন। বিএনপি বলেছে, এতে করে আসল খুনিরা পার পেয়ে যাবে। এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এই দু’টি হত্যার সঙ্গে কারা জড়িত এটা খুব তাড়াতাড়ি পরিস্কার হয়ে যাবে। তিনি বলেছেন, এটা এই মুহূর্তে সরকারের এক নম্বর এজেন্ডা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিদেশীরা এ দেশে রেড এলার্ট দিয়েছেÑ এটা কত বড় লজ্জার কথা। তিনি বলেন, এটা কি দেশ? কিসের গণতন্ত্র। পুলিশের আর বিজিবির মহড়ায় জনমনে স্বস্তি আসবে না। এখানে দরকার সুশাসন।ওদিকে নতুন করে বৃটিশ সতর্কতার পর হংকং তার নাগরিকদের একই বার্তা দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ সতর্কতা জারি করে। গার্মেন্ট শিল্পে নিরাপত্তার প্রভাব পড়তে শুরু করেছে। ঢাকায় বায়ার্স বৈঠক বাতিল হওয়ার পর ফ্রান্স ও ইংল্যান্ডের ২১ সদস্যের একটি প্রতিনিধি দলের ঢাকা সফর বাতিল হয়ে গেছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট: