অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি জোটে যোগ দেয়া নিয়ে সৈয়দ আশরাফের প্রশ্ন


Bangladesh Flag
Bangladesh Flag

মন্ত্রী পরিষদের বৈঠকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যোগদান নিয়ে প্রশ্ন তুলছেন জন প্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম- জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।


মন্ত্রিপরিষদের বৈঠকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশের যোগ দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তার মতে, এমন যেকোন জোটে যোগ দেয়ার আগে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে সৈয়দ আশরাফ বলেন, আমরা সংবাদপত্রে পড়েছি, এরই মধ্যে বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন এ জোটে যোগ দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেন, এটা কোনো সামরিক জোট নয়। কিন্তু এটি সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে। তিনি আরও বলেন, এখনও এ বিষয়ে কিছু চূড়ান্ত করা হয় নি। সৈয়দ আশরাফুল ইসলাম জানতে চান, কেন বাংলাদেশ এই জোটে অংশগ্রহণ করছে, যখন ওআইসির সদস্য দেশ হয়েও ইরান বা অন্যান্য দেশ এই জোটে যোগ দেয় নি। সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভার এক পর্যায়ে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি সন্দেহাতীতভাবে স্বচ্ছÑ সকলের প্রতি বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয়। বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে বলে জানান তিনি।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG